গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে চারদিনের এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয় ইসরায়েল সরকার।
এদিকে, বন্দি বিনিময় সাপেক্ষে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে।
ইসরায়েল জানিয়েছে, এক্ষেত্রে প্রতি ১০ জন জিম্মিকে মুক্তির জন্য একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে।
তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন থেকে শুরু হবে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। সূত্র: আল জাজিরা, সিএনএন, বিবিসি