মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ‘মানবিক বিরতি’ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
খবরে বলা হয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে একই ইস্যুতে কাজ করছেন।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আম্মানে সাংবাদিকদের বলেন, যুদ্ধে মানবিক বিরতি বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও সহায়তা পেতে সহায়তা করবে।