ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টানা ৪৮ দিন নির্বিচারে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। গাজার কর্মকর্তাদের দাবি, এই সময়ে উপত্যকায় ৪০ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল। এতে ১৪ হাজার আট শতাধিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে আরও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।
তবে বোমা হামলার এই বিভীষিকার চেয়েও গাজায় ভয়ঙ্কর রূপ নিতে পারে বিভিন্ন রোগের প্রকোপ। বিষয়টি নিয়ে এরই মধ্যে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মারগারেট হ্যারিস এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো না হলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছে, তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে ব্যাপক হারে ছড়িয়ে পড়া রোগে।
মঙ্গলবার জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে মারগারেট হ্যারিস এসব আশঙ্কার কথা বলেন। সূত্র: রয়টার্স