গাজায় বিরল সফরে নেতানিয়াহু

0

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে একটি বিরল সফর করেছেন বলে জানিয়েছে তার দফতর। সংবাদমাধ্যম ব্যারনস তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান বিমান ও স্থল অভিযান চালিয়ে যাওয়ার মধ্যেই এই সফরটি অনুষ্ঠিত হয়।

ব্যারনস জানায়, প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ গাজার উত্তর অংশে সফর করেছেন।” তবে এই সফরের বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

গত ১৮ মার্চ ইসরায়েল সামরিক অভিযান পুনরায় শুরু করে, যার মাধ্যমে হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতির ইতি ঘটে। ওই বিরতির সময় গাজায় সহিংসতা অনেকটাই থেমে ছিল।

অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী গাজার বিস্তীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সহিংসতা ও বোমা হামলার মুখে লাখ লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা, প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে, বারবার বলেছেন— গাজায় যারা এখনও জিম্মি হয়ে রয়েছেন, তাদের মুক্তি নিশ্চিত করতে কেবলমাত্র সামরিক চাপই কার্যকর হতে পারে। সূত্র:  ব্যারনস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here