গাজায় প্রাণহানি বেড়ে ২৮ হাজার ৫৭৬

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৭৬ জনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গত একদিনে গাজার অন্তত ১১ স্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে দুই শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বহু মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১০৩ ফিলিস্তিনি। এতে হামলার ১৩১তম দিনে উপত্যকাটির প্রাণহানি পৌঁছেছে ২৮ হাজার ৫৭৬ জনে। অন্যদিকে একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ২৯১ জনে। শেষ একদিনে ইসরায়েলি নৃশংসতায় আহত হয়েছে ১৪৫ জন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে চরম মানবিক সংকটে পড়েছে গাজাবাসী। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here