গাজায় প্রতি ১০ মিনিটে একটি শিশুকে হত্যা করছে ইসরায়েল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতে সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজারের বেশি শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সেখানে গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে। একইসঙ্গে গাজায় কোনো নিরাপদ জায়গা নেই এবং কেউই নিরাপদে নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

তিনি বলেন, “গাজার ৩৬ টি হাসপাতালের অর্ধেক এবং ভূখণ্ডটির প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর দুই-তৃতীয়াংশই এখন আর কাজ করছে না এবং এখনও যেসব হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সক্রিয় রয়েছে, পরিস্থিতি তাদের নাগালের বাইরে চলে গেছে। এমনকি গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ রয়েছে বলেও বর্ণনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে টেড্রোস বলেন, “গাজার হাসপাতালের করিডোর পর্যন্ত আহত, অসুস্থ, মৃত ব্যক্তিদের ভিড়ে ভরে গেছে। মর্গ উপচে পড়ছে। অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ হাসপাতালে আশ্রয় নিচ্ছেন।”

টেড্রোস বলেন, গত ৭ অক্টোবর থেকে গাজা এবং পশ্চিম তীরে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর ২৫০টিরও বেশি হামলার ঘটনা যাচাই করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, জাতিসংঘ ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here