গাজায় পরবর্তী পর্যায়ে ইসরায়েলি হামলার ধরন সম্পর্কে ধারণা দিল যুক্তরাষ্ট্র

0

 ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধের পরবর্তী ধাপ কেমন হবে সে সম্পর্কে ধারণা দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার ইসরায়েল সফরে যান। সেখানে ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, যুদ্ধের পরবর্তী ধাপে নির্বিচার বোমা হামলার বদলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হবে।এছাড়া সুনির্দিষ্টভাবে হামাসের নেতাদের লক্ষ্য করে হত্যার চেষ্টা চালানো হবে।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা আরও জানিয়েছেন, হামাসকে নির্মূল করাসহ যেসব উদ্দেশ্য নিয়ে ইসরায়েল যুদ্ধ শুরু করেছে; সেই লক্ষ্য অর্জনে কয়েক মাস সময় লাগতে পারে। তবে সামনে যুদ্ধ ধাপে ধাপে হবে। অব্যাহত বোমা হামলা ও স্থল অভিযান থেকে ইসরায়েল ধীরে ধীরে সরে যাবে। তবে যুদ্ধের পরবর্তী ও নতুন ধাপ কখন থেকে শুরু হবে সেটির নির্দিষ্ট কোনো তারিখ বা সময় জানাননি তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সুলিভানকে জিজ্ঞেস করেন, ইসরায়েল যদি যুদ্ধের তীব্রতা না কমায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দেবে কি না। এই প্রশ্নের কোনো উত্তর দেননি এই মার্কিন কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here