গাজায় নিহত ছাড়াল ১১ হাজার

0

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু এবং তিন হাজারেরও বেশি নারী রয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছে মন্ত্রণালয়। আহত হয়েছেন ২৭ হাজারেরও বেশি মানুষ।

অন্যদিকে জাতিসংঘ বলছে, ২০০৭ সালে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসের সঙ্গে ইসরায়েলের আগের সব সংঘর্ষে গাজায় প্রায় ৫ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে।

 শুক্রবার ইরানের প্রেস টিভির এক খবরে এ কথা বলা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা যে মাত্রায় বাড়ানো হয়েছে, তাতে যুদ্ধ বিস্তৃত হওয়ার সুযোগ অনিবার্য হয়ে উঠেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here