ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরও তিন সৈন্য নিহত হয়েছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।
তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দাবি, এই সংখ্যা আরও কয়েকগুণ বেশি।
আইডিএফ জানিয়েছে, সর্বশেষ নিহত তিন সেনা হল- আসাফ পিনহাস তুবুল (২২), নেরিয়া জিস্ক (২৪) এবং মেজর ডিভির ডেভিড ফিমা (৩২)।।
এছাড়াও আরও কয়েকজন অফিসার ও সৈন্য গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সূত্র: টাইমস অব ইসরায়েল