গাজায় ইসরায়েলি বর্বর হামলায় প্রায় ৩২ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে যার অর্ধেকের বেশি নারী ও শিশু। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি করেছেন,গাজায় নিহতদের মধ্যে ‘সন্ত্রাসীর’ সংখ্যা ১৩ হাজার। ‘সন্ত্রাসী’ বলতে তিনি মূলত হামাসের যোদ্ধাদের দিকেই ইঙ্গিত করেছেন।
রবিবার জার্মানির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন ।
তবে রাফাহতে অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। রাফাহতে হামলা প্রসঙ্গে বাইডেন বলেন, এখানে একটি রেড লাইন আছে, কারণ আপনি আরও ৩০ হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলতে পারেন না।
টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু। গাজার ২৩ লাখ মানুষের অর্ধেকের বেশি বর্তমানে রাফাহ এলাকায় আশ্রয় নিয়েছেন।