যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপদ পানির অভাবে মারা যেতে পারে বিপুলসংখ্যক শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এই আশঙ্কা করেছেন।
তিনি বলেছেন, নিরাপদ পানির অভাবে গাজায় মারা যাবে বিপুল সংখ্যক শিশু। বেঁচে থাকার জন্য যতটুকু পানি প্রয়োজন, দক্ষিণ গাজার বাস্তুচ্যুত শিশুরা তা পাচ্ছে না। ফলে বঞ্চিত এসব শিশুর মধ্যে অনেকেই সামনের দিনগুলোতে মারা যাবে। রোগে ভুগবে। অনিরাপদ উৎস থেকে এসব শিশু এবং তাদের পরিবার পানি নিয়ে তা ব্যবহার করছে। এই পানি উচ্চ মাত্রায় লবণাক্ত এবং দূষিত।