অবরুদ্ধ গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাত দিন ধরে অবিরাম হামলা চালাচ্ছে দেশটি। এতে ইসরায়েল থেকে যেসব বন্দি গাজায় নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস।
এবার হামাসের সেই দাবির পক্ষে তথ্য প্রকাশ করলো ইসরায়েল।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধারা দেড়শ’ থেকে দুইশ’ ইসরায়েলি নাগরিককে বন্দি করে নিয়ে গেছে। তাদের মধ্যে বৃদ্ধ, নারী ও শিশুও রয়েছে।
এরপর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী চাপের মধ্যে রয়েছে। কারণ ইসরায়েলিরা চায়, গাজায় স্থল অভিযান শুরুর আগে জিম্মিদের উদ্ধারের জন্য সামরিক বাহিনী সোচ্চার হোক।
তবে এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি ঝুঁকিপূর্ণ অভিযান। এক্ষেত্রে বিশেষ বাহিনী মোতায়েন করতে হতে পারে। সূত্র: আল জাজিরা