আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সাথে বৈঠকের সময় গাজা সংঘাত বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। সোমবার মুসলিম নেতাদের সাথে বেইজিংয়ের বৈঠক থেকে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সৌদি আরব, জর্ডান, মিশর, ফিলিস্তিন কর্তৃপক্ষ, ইন্দোনেশিয়াসহ ওইআইসি প্রধান দুই দিনের সফরে চীনে আছেন।
এসময় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন ওয়াং ই।
বৈঠকে অংশ নেওয়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ‘আমাদের বার্তা পরিষ্কার, তাৎক্ষণিকভাবেই এই যুদ্ধ বন্ধ করতে হবে। আর ত্রাণ ও সহায়তা সামগ্রীও গাজায় ঢুকতে দিতে হবে।’
সূত্র: সিএনএন