গাজায় খাদ্য সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়লেও এখনো দুর্ভিক্ষের আশঙ্কা শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজ শুক্রবার ফিলিস্তিন অঞ্চলের দেখভালের দায়িত্বে থাকা ডব্লিউএইচও’র প্রতিনিধি রিক পিপারকর্ন জেনেভায় বলেন, খাদ্য পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আগের চেয়ে কিছু বেশি খাবার পাচ্ছে মানুষ।
ডব্লিউএইচও’র গাজা সাব-কার্যালয়ের টিম লিডার আহমেদ দাহির বলেছেন, এখনো হাজার হাজার মানুষ খাবারের ট্রাক দেখলেই ঝাপিয়ে পড়ছে। তাদের সবাই দুর্ভিক্ষের ঝুঁকিতে আছেন।
তার মতে খাদ্য সরবরাহ কিছুটা ভালো হলেও এখনো গাজা থেকে দুর্ভিক্ষের শঙ্কা শেষ হয়ে যায়নি।
সূত্র: এএফপি