গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার

0
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার

ইসরায়েল জানিয়েছে, বুধবার থেকে জর্ডান হয়ে গাজায় মানবিক সহায়তার ট্রাক আবারও অ্যালেনবি ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।

অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার ইসরায়েল নিয়ন্ত্রিত সীমান্তের ওই ক্রসিং গত সেপ্টেম্বরে বন্ধ করে দেওয়া হয়।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, সমঝোতা ও সরকারি নির্দেশনার ভিত্তিতে বুধবার থেকে অ্যালেনবি ক্রসিং দিয়ে জর্ডান থেকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকার জন্য পণ্য ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গাজামুখী ত্রাণবাহী ট্রাকগুলো কঠোর তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here