গাজায় ঘরছাড়া ৭ লাখের বেশি শিশু : ইউনিসেফ

0

অব্যাহত ইসরায়েলের হামলায় গাজার সাত লাখের বেশি শিশু ঘর ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এই তথ্য জানিয়েছে। সংস্থাটি যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া ইউনিসেফের পোস্টে বলা হয়েছে, ‘গাজায় সাত লাখের বেশি শিশু ঘরছাড়া হয়েছে। তারা সবকিছু ছাড়তে বাধ্য হয়েছে।’

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও জ্বালানিসংকটের কারণে ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। জ্বালানিসংকটে জেনারেটর বন্ধ থাকায় সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত নবজাতকও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here