গাঁজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। শুক্রবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, একুশে পরিষদের উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র মন্ডল, গুলসান মনি, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর সাধারন সম্পাদক এমএম রাসেল, সহ-সাধারন সম্পাদক নাইস পারভীনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গাঁজায় কোন আইন না মেনে দীর্ঘদিন ধরে গণহত্যা ও বর্বরতা চালিয়ে আসছে যা মানবাধিকার লঙ্ঘন। তাই অবিলম্বে গাঁজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।