গাজায় ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

0

দখলদার ইসরায়েলি সেনারা গাজার একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে। সম্প্রতি এক সাংবাদিকের প্রকাশিত এমন একটি ভিডিও তুলে ধরে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। ওই ভিডিওতে দেখা যায়, হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার উত্তরাঞ্চলের ওমারি মসজিদ। ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম এ মসজিদ প্রায় ১৪শ বছরের পুরনো। 

গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৮৭ জন। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here