বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই গাজা উপত্যকায় এবার ‘স্থল অভিযান’ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২০ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি বলছে, গতকাল বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তাদের বাহিনী মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় স্থল অভিযান পুনরায় শুরু করেছে।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মতে, দ্বিতীয় দিনের বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে সবচেয়ে মারাত্মক পর্বগুলির মধ্যে একটিতে বিমান হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর নতুন করে স্থল অভিযান শুরু হয়েছে, যা জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছে।
নেতানিয়াহু বাহিনীর এই পদক্ষেপ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি সেনাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটি ‘আংশিক বাফার জোন’ তৈরি করার জন্য নেতজারিম করিডোর নামে পরিচিত রাস্তা ধরে ‘উদ্দেশ্যপ্রণোদিত স্থল তৎপরতা’ শুরু করেছে।
নেতজারিম করিডোরের ‘কেন্দ্রস্থল পর্যন্ত’ নিজেদের নিয়ন্ত্রণ প্রসারিত করার কথাও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সূত্র: রয়টার্স