গাজায় এক অভিযানেই ৬০ ইসরায়েলি সেনা হত্যার দাবি হামাসের

0

সাময়িক যুদ্ধবিরতি শেষে আবারও ফিলিস্তিনের গাজায় উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার সকাল থেকে আবারও উপত্যকাজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিমান থেকে বোমা হামলার পাশাপাশি উত্তর গাজায় চলছিল স্থলঅভিযানও। তবে এই স্থলঅভিযান এবার দক্ষিণ গাজাতেও শুরু করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। এতে অবরুদ্ধ উপত্যকাজুড়ে বাড়ছে হতাহতের সংখ্যা। সংঘাতে শুধু ২৪ ঘণ্টায়ই কমপক্ষে ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা সাহসকিতার সঙ্গে মোকাবিলা করছে ইসরায়েলের পদাতিক বাহিনীর।

তাদের দাবি, রবিবার ভোরে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। যেখানে ৬০ ইসরায়েলি সেনা অবস্থান করছিল।

এ ব্যাপারে আল-কাসেম ব্রিগেডস বলেছে, “রবিবার ভোরে আমাদের সদস্যরা বৃত্তাকারভাবে তিনটি সেনাবিধ্বংসী (এন্টি-পারসোনেল) বিস্ফোরক স্থাপন করে এবং ভোর সাড়ে ৪টার দিকে সেগুলোতে বিস্ফোরণ ঘটায়। সেখানে একটি তাঁবুতে ৬০ ইসরায়েলি সেনা ছিল। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের জুহোর অ্যাড-দিক অঞ্চলে এই অভিযান চালানো হয়।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পরও যেসব সেনা বেঁচে গিয়েছিল; তাদের লক্ষ্য করে পুনরায় হামলা চালানো হয়।

আল-কাসেমের বিবৃতির পর এখন পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেনি ইসরায়েল। তবে রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও দুই সেনা নিহত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here