ফিলিস্তিনের গাজা উপত্যকায় সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও ২১ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল।
সোমবার মধ্য গাজার কিসুফিমের বসতি এলাকার কাছে এসব সেনা নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
দখলদার বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, মধ্য গাজার কিসুফিমের বসতি এলাকার কাছে রকেট চালিত গ্রেনেডের আঘাতে দুটি ভবন ধসে পড়ে। এসময় ২১ সেনা নিহত হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সূত্র: টাইমস অব ইসরায়েল