ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন চলছেই। গত ৭ অক্টোবর থেকে এই নৃশংস হামলা শুরু করেছে ইহুদিবাদী দেশটি।
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ওই উপত্যকায় গত একদিনে আরও ১২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক।
ইসরায়েলি আগ্রাসনে দীর্ঘ চার মাসে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ হাজার ৭০৮ জনে। নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৭৪ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১২৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ১৬৯ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে হামলার শিকার অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারেননি। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি