কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ আঞ্চলিক হুমকি তৈরি করছে।
যুক্তরাষ্ট্র সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে তার দেশের ভূমিকার কথা উল্লেখ করেন।
কবে চুক্তি হবে তা নিশ্চিত নন জানিয়ে তিনি বলেন, সবকিছু নির্ভর করছে উভয় পক্ষের ওপর। শিগগিরই যুদ্ধ শেষ না হলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে বলেও সতর্ক করেন তিনি।