ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার জানিয়েছে, গাজায় সংঘর্ষে তিন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আইডিএফ সমগ্র গাজায় তাদের স্থল অভিযান সম্প্রসারণ করছে।