গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

0

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো নৃশংস হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। 

বৃহস্পতিবার নগরীর টাউন হলের সামনে থেকে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর আয়োজিত সমাবেশের
নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, নগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাসির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাম, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ ও শাহাদাত হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা যুদ্ধবিরতির পরেও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। 
তারা বিশ্ব মুসলিম উম্মাহসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here