গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের একজন কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, সোমবার হাসপাতালে যাওয়ার পথে দক্ষিণ গাজায় এই হামলার ঘটনা ঘটে।
তবে জাতিসংঘ হামলার ঘটনায় ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করেনি।
আর ইসরায়েলি সামরিক বাহিনী জানাচ্ছে, তারা জাতিসংঘের গাড়িতে হামলার ঘটনাটি খতিয়ে দেখছে। তাদের প্রাথমিক দাবি, যুদ্ধক্ষেত্র দিয়ে যাওয়ার সময় জাতিসংঘের গাড়িটি তাদেরকে রুট সম্পর্কে কোনো ধারণা দেয়নি।