গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত

0

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই অন্তত আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। ফলে এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) আল জাজিরা ও আনাদোলু এজেন্সির পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আল জাজিরা জানায়, রবিবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারান। একইসঙ্গে সোমবার ভোরের দিকে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হন।

অন্যদিকে, আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ২৪৩ জনে। আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে। তবে ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা বহু হতাহতকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি আহত আরও ১১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৬৯৭ জনের নাম নতুন করে মৃতের তালিকায় যুক্ত করা হয়েছে।

গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। প্রায় দুই মাস শান্তি বজায় থাকলেও মার্চের তৃতীয় সপ্তাহে গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে ফের ইসরায়েলি বিমান হামলা শুরু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণভাবে ভঙ্গ করেছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও সম্মুখীন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here