নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প গাজার বন্দীদের দ্রুত মুক্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার মিয়ামির মার-এ-লাগোতে আয়োজিত নববর্ষের গালায় তিনি বলেন, ‘তাদের (হামাস) ভালো হবে, যদি তারা বন্দীদের শিগগিরই ছেড়ে দেয়।’
বন্দীদের মুক্তি প্রসঙ্গে তিনি আরও জানান, ‘যা ঘটছে, আমরা সেটা দেখব।’ এর আগে ডিসেম্বর মাসে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছিলেন, ‘যদি ২০ জানুয়ারি ২০২৫-এর আগে বন্দীদের মুক্তি না দেওয়া হয়, তবে যারা মানবতাবিরোধী এই অপরাধ করেছে, তাদের জন্য মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে।
ট্রাম্পের এই বক্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির মন্ত্রীরা স্বাগত জানিয়েছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এক বিবৃতিতে বলেছেন, এমন সাহসী এবং নৈতিক বক্তব্য সত্যিই প্রশংসনীয়, যেখানে ভালো এবং খারাপের মধ্যে স্পষ্ট পার্থক্য টানা হয়েছে।
গাজার বন্দীদের পরিবারের পক্ষ থেকেও ট্রাম্পের বক্তব্যকে ইতিবাচক বলা হয়েছে। ‘আমরা বিশ্বাস করি, ডোনাল্ড ট্রাম্পই আমাদের সন্তানদের মুক্তি নিশ্চিত করতে পারবেন’ বলেন বন্দী ওমের নিউট্রার পরিবারের সদস্যরা।
ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ইঙ্গিত দেয়, গাজার পরিস্থিতি নিয়ে তার প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নতুন বছরের শুরুতেই তিনি এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের পরিকল্পনা করছেন বলে ধারণা করা হচ্ছে।