গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েলের যুদ্ধে নিহত ও আহতের সংখ্যা সম্পর্কে তাদের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় মোট ২৬ জন নিহত হয়েছেন। নতুন করে চারজন নিহত, ২২ জন মৃতদেহ উদ্ধার এবং পাঁচজন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যার সাথে আরও ৫৭২ জন নিহত যোগ হয়েছেন। যা বিচার বিভাগীয় কমিটি কর্তৃক প্রতিবেদন এবং নিখোঁজ ব্যক্তিদের ফাইল পর্যালোচনা করে যাচাই করার পর প্রমাণিত হয়েছে।
ফলে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের নিশ্চিত সংখ্যা কমপক্ষে ৪৮ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৬৩৮ জন।
এখনও ধ্বংসস্তূপের নিচে কয়েক হাজার মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ জন বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে এখন মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
সূত্র: আল জাজিরা