অপুষ্টি ও অপর্যাপ্ত চিকিৎসা সেবার কারণে মারা যাওয়া ফিলিস্তিনি শিশুর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মেডিকেল সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
সর্বশেষ রাফাহর আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতাল জানিয়েছে, অপুষ্টি ও পানিশূন্যতার কারণে ১৫ শিশু মারা গেছে এবং আরও ছয়টি শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।