বাগেরহাটের মোরেলগঞ্জে গাছ থেকে পড়ে আব্দুস সালাম হাওলাদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ওয়ার্ড চৌকিদার কালাম হাওলাদারে বড় ভাই সালাম হাওলাদার এ দুর্ঘটনার শিকার হন।
ঘটনার সময় সালাম হাওলাদার নিজ বাড়ির একটি খেজুর গাছে হাড়ি বাঁধতে উঠলে অসতর্কতাবশত সেখান থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান জানিয়েছেন।