ভোলার মনপুরায় একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। আজ ১৪ এপ্রিল মনপুরায় থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলো সংলগ্ন এলাকায় একটি গাছের সাথে ঝুলিয়ে থাকা একটি ব্যাগ থেকে ওই তক্ষক উদ্ধার করে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ বন বিভাগ কর্তৃপক্ষের কাছে তক্ষকটি হস্তান্তর করে।
জানা যায়, মনপুরা এলাকায় তক্ষক ধরা পড়েছে, এমন একটি সংবাদ পাওয়ার পর পুলিশ তক্ষকটি উদ্ধারে মাঠে নামে। এক পর্যায়ে কে বা কারা তক্ষকটি ডাকবাংলোর কাছে তক্ষকটি রেখে যায়।