গাইবান্ধা থেকে ১০০ বাসে ঢাকায় যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

0
গাইবান্ধা থেকে ১০০ বাসে ঢাকায় যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে গাইবান্ধা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। তিনি বলেন, গাইবান্ধা থেকে ইতোমধ্যে ৫০টির মতো বাস ছেড়ে গেছে। আরও অন্তত ৫০টি বাস যাবে। জেলা থেকে বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকারসহ প্রায় পাঁচ শতাধিক যানবাহনে নেতাকর্মীরা সমাবেশ সফল করতে ঢাকা যাবেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ৭ উপজেলার ৮১টি ইউনিয়ন এবং চারটি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।  

সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় সামনে সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এখান থেকে বিভিন্নভাবে ১৫ থেকে ২০টি গ্রুপ ট্রেন-বাস ভাড়া করে ঢাকায় যাচ্ছেন।

কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ও গাইবান্ধা-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইতিহাসের স্মরণীয় আয়োজনের সাক্ষী হতে আমরা ঢাকামুখী হচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here