গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের জব্দকৃত আলামত মাদকদ্রব্য ধ্বংস করেছে আদালত। এসব মাদকদ্রব্য ৫৬টি বিভিন্ন মামলায় জব্দ করা হয়েছিল।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এব্যাপারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, ওইসব মামলায় জব্দ করা আলামত হিসেবে জমা থাকা মাদকদ্রব্য আদালতের নির্দেশেই ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাইম, উপ পরিদর্শক মামুন, থানার উপপুলিশ পরিদর্শক (এস আই) প্রলয় কুমার বর্মাসহ সংশ্লিষ্টরা।