গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার

0

গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খামার কামারজানি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এসময় পালিয়ে গেছে দুই মাদক ব্যবসায়ী। তারা হলেন- ওই এলাকার হযরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৬) এবং মকবুল মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খামার কামারজানি এলাকায় দুইজন ব্যক্তি মদ বিক্রির জন্য অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। এসময় পালিয়ে যায় জাহিদুল ইসলাম এবং ফারুক মিয়া নামের দুই যুবক। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা জানা গেছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদ গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here