গাইবান্ধায় হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

0

গাইবান্ধার ফুলছড়িতে একটি পরিযায়ী হিমালয়ান গৃধিনী (Himalayan Griffon) শকুন উদ্ধার করা হয়েছে। এ সময় শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। 

রবিবার সন্ধ্যায় উপজেলার উদাখালী ইউনিয়নের দাঁড়িয়ারপাতার এলাকার একটি গাছে আটকে থাকা অবস্থায় শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শকুনটি হঠাৎ উপজেলার হরিপুর দুর্গা মন্দিরের পাশে আকাশ থেকে পড়ে। আহত শকুনটিকে রেজ্জাক আলী ও স্থানীয় কিছু লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার আকাশে উড়িয়ে দেন। কিন্তু শকুনটি এক কিলোমিটার দূরে দাঁড়িয়ারপাতার এলাকায় গিয়ে আবারও একটি গাছে আটকা পড়ে। পরে শকুনটি উদ্ধার করে শান্তিরমোড় এলাকায় নিয়ে আসা হয়। এরপর  ৯৯৯ নম্বরে ফোন ও উপজেলা প্রশাসন অবগত করেন স্থানীয়রা। পরে রাত সাড়ে ১০টার দিকে শকুনটি উদ্ধার করে গাইবান্ধা বন বিভাগ হেফজতে নেয়।

ঘটনাস্থলে আসা রেসকিউ দলের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন বলেন, শকুনটির উচ্চতা প্রায় তিন ফুট। পাখার দৈর্ঘ্য ৭ ফুট ও ওজন ১০ কেজি। শকুনটি আজ গাইবান্ধা বন বিভাগের অফিসে রাখা হবে।

এব্যপারে গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল বলেন, আগামীকাল পঞ্চগড়ের শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র রেখে আসা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here