গাইবান্ধায় হাত ধোয়া দিবস পালিত

0
গাইবান্ধায় হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে গাইবান্ধা পরিবেশ ক্লাবের আয়োজনে সদর উপজেলার ত্রিমোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন অনুষ্ঠিত হয়।

পরিবেশ ক্লাবের আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার শার্মিন, সাংবাদিক রজতকান্তি বর্মন, ক্লাবের সদস্য সচিব অর্চ প্রসাদ, সদস্য মনির হোসেন সুইট, মৈত্রেয় হাসান জয়িতা, শুভ মন্ডল, সাজেদুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক উজ্জ্বল কুমার কর্মকার, পরিবেশ ও আরইসিপি অফিসার হাসান মাহমুদ ফরিদ, টেকনিক্যাল অফিসার এটিএম সাদিকুর রহমান ও ডাক্তার স্বপন খালকো।

আলোচনা অনুষ্ঠানের পরে শিশু শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল ও নিয়মাবলী শেখানো হয়। এতে বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here