গাইবান্ধায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

0
গাইবান্ধায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে বিষধর সাপের কামড়ে এনামুল হক (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার হাবিজার রহমানের ছেলে। তিনি উপজেলার ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান সরকার।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত সন্ধ্যায় ৭টার দিকে এনামুল স্থানীয় মাছ ধরার উপকরণ (ঠুসি) বসিয়ে মাছ পার্শ্ববর্তী কৃষি ধানক্ষেতে যান। এ সময় তাকে সাপে কামড় দেয়। বিষয়টি এনামুল পরিবারের কাউকে না জানিয়ে চেপে রাখেন। পরে রাত ১০ টার দিকে বিষধর সাপ কামড় দিতে পারে এমন সন্দেহ হলে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পরে প্রথমে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার পথে ভোররাত সাড়ে ৩টার দিকে এনামুল মারা যান।

ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান সরকার বলেন,  বিষয়টি কাউকে না জানিয়ে চেপে রাখে এনামুল। পরে সন্দেহ হলে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে নেওয়ার পথেই তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here