গাইবান্ধার সুন্দরগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় কবির হোসেন (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের বালাছিড়া-সোভাগঞ্জ সড়কের বাদশার রাইচ মিল সংলগ্ন ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। নিহত কবির হোসেন শোভাগঞ্জের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন কবির হোসেন। পথেই ওই এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপায় দেয়। পরে স্থানীয়রা এসে দেখে কবির হোসেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।