গাইবান্ধায় শুরু হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপ, মাঠ কাঁপাবে ১৬ দল

0

গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে শুরু হতে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্স ২.০ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।

বৃহস্পতিবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক এ কে এম হেদায়েতুল ইসলাম, ক্রীড়া সংগঠক শহিদুজ্জামান শহীদ, ক্রীড়া সংস্থার সদস্য মনির হোসেন, ধীরেশ চক্রবর্ত্তী উজ্জ্বল, আহসানুল কবির রুদ্র, ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম রুবেল প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও স্বাগতিক গাইবান্ধার দুটি দলসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। আগামী ২০ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here