গাইবান্ধায় র‌্যালি-সমাবেশে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের ডেভিট কোম্পানি পাড়ায় সংগঠনটির জেলা কার্যালয় থেকে ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এই স্লোগানে একটি র‌্যালি বের করা হয়। জাতীয় ও সংগঠনের পতাকা এবং ব্যানার হাতে এতে অংশ নেওয়া শিবিরের জেলা-উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।  

র‌্যালিটি ডেভিট কোম্পানি পাড়া সড়ক দিয়ে স্টেশন রোড হয়ে পুরাতন জেলখানা মোড়ের গোলচত্বরে পৌঁছায়। সেখান থেকে ঘুরে ডিবি রোড দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।  

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক ওমর সানি, সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা, বর্তমান জেলা সেক্রেটারি শাওন হাসান, অফিস সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ফাহিম মণ্ডল, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও কার্যক্রম সম্পাদক আরিফুল ইসলাম এবং শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিক।  

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণে দীর্ঘদিন আমরা প্রকাশ্যে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এতে উন্মুক্ত পরিবেশে দীর্ঘদিন পর আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি।  

শিবির একটি আদর্শিক সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন, এখানে সন্ত্রাস, চাঁদাবাজির কোনো জায়গা নেই। নীতি-নৈতিকতা নিয়ে শিবির প্রতিষ্ঠিত। গত ১৭ বছর আমরা নির্যাতিত-নিপীড়িত হয়েছি। ৪৮ বছরে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি। শত জুলুম-নির্যাতনেও আমাদের কাজ থেমে থাকেনি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যারা এ দেশে খুন, গুম ও সন্ত্রাস কায়েম করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here