গাইবান্ধায় যাত্রীদের মারধরে প্রাণ গেল চালকের

0

গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীদের মারধরে আহত রাসেল মিয়া (৩০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। এরআগে সোমবার সন্ধ্যায় মারধরের এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে রাসেলের মৃত্য হয়। নিহত রাসেল মিয়া উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাসেল একজন প্রতিবন্ধী। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সন্ধ্যার পর সে যাত্রীদের নিয়ে রওনা হয়। এরপর ওই ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় যাত্রীরা নেমে যাওয়ার পর ভাড়া নিয়ে তার সাথে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ওই যাত্রীরা উত্তেজিত হয়ে রাসেলকে বেধরক মারধর করে। পরে তাকে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামের তার শ্বশুর বাড়িতে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে সেখানেই রাসেলের মৃত্যু হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here