গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুকিংট্যাগ বিহীন দুটি ব্যাগে ৬ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৯১ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ নৈশকোচের এক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই হেলপারের নাম নয়ন মিয়া (৩৩)। নয়ন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শিমুলিয়া গ্রামের সৈয়দ আলীর ছেলে।
বুধবার দুপুরে গ্রফতারকৃত আসামি নয়নকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে জানায় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামি নয়নকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।