‘মন ভালো তো সব ভালো’ প্রতিপাদ্যে গাইবান্ধায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টায় গাইবান্ধা পৌরপার্কে অবস্থিত বিজয়স্তম্ভে একটি বিশেষ মেডিটেশন সেশনের আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেলের উদ্যোগে আয়োজিত এই সেশনে জেলার অর্ধশতাধিক ধ্যানী অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা বলেন, শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিকভাবে—অর্থাৎ সার্বিকভাবে সুস্থ থাকতে মেডিটেশনের কোনো বিকল্প নেই। মেডিটেশন চর্চার মাধ্যমে সুস্থতা ও প্রশান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্গানাইজার ইউসুফ কামাল ইমরুল। এ ছাড়া অনুষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের গাইবান্ধা সেলের আহ্বায়ক ফারুক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

