গাইবান্ধা শহরের একটি বাড়িতে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব মিয়া (২২) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রামের মাহাবুব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের কলেজ পাড়ার সোহেল রানার বাড়ির দোতলায় রংয়ের কাজ করছিল রাকিবসহ কয়েকজন মিস্ত্রি। কাজের প্রয়োজনে দোতলার ছাদে ওঠে রাকিব। এসময় অসাবধানতাবশত বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাঁরে জড়িয়ে ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

