গাইবান্ধায় বিএনপির ২ নেতার মৃত্যু

0
গাইবান্ধায় বিএনপির ২ নেতার মৃত্যু

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু সোমবার রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় রংপুরে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথেই তিনি মারা যান। 

মঙ্গলবার জোহরের নামাজের পর তার জানাজা গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পৌর গোরস্থানে দাফন করা হয়।

আব্দুল আউয়াল আরজু গাইবান্ধা শহরের কাচারি বাজার এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

অন্যদিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রফিকুল ইসলাম সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (দুই বারের) সাবেক চেয়ারম্যান ছিলেন।

এই দুই নেতার মৃত্যুতে স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here