গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে গম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ১০ টার দিকে সদর উপজেলার তুলশীঘাটের হিলিপ্যাড সংলগ্ন এলাকার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এঘটনায় দুই যানবহনেরই চালকসহ অনন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গুরত্বর আহত হয়েছেন ট্রাকের চালক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসাপতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।