গাইবান্ধায় বাসচাপায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার

0
গাইবান্ধায় বাসচাপায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া যাত্রীবাহীবাস চাপায় মোটরসাইকেল চালক রাকিব বাবু (১৭) নিহতের ঘটনায় ঘাতক বাসচালক রেজাউল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রেজাউল ইসলাম জেলার সাদুল্লাপুর উপজেলার জানিপুর এলাকার ইয়াছিন মোল্লার ছেলে।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩’র সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বেলা পৌনে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার গাড়াকাটা মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে রাকিব বাবু (১৭) নামের এক যুবক মোটরসাইকেল যোগে পলাশবাড়ী যাচ্ছিলেন। পথে উপজেলার ঢোলভাঙ্গা বাজারের পূর্ব পাশে সাজ্জাদ হোসেনের ইট ভাটার সামনে পৌঁছামাত্র একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে রাকিবের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাকিবের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে রাকিব মারা যান। এ ঘটনায় নিহতের চাচা শহিদুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা করেন। নিহত রাকিব মিয়া পলাশবাড়ী উপজেলার আসমতপুর মাঠেরপাড় (বিলেরপাড়) এলাকার নজরুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িত আসামীকে গ্রেপ্তারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে ঘাতক বাসচালক রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here