বিরোধী দলের সভা-সমাবেশে হামলা, নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।