গাইবান্ধা সদরে পণ্যবাহী একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নশরতপুর এলাকায় গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালী এলাকার সেলিম মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫) ও সাঘাটা উপজেলার কুকড়ারহাট এলাকার মজিদুলের ছেলে মতিন মিয়া (২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানা হেফজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।